সেরা মাস
নিজেকে চিনে নেয়ার একটি পথ মাহে রমাদান
নৈতিকতার মানদন্ডে উত্তীর্ণ হওয়ার অনুপম পথ
মানবিক ও সহনশীল হওয়ার মাধ্যম
পাশবিকতা দমনের সহজ উপায়
জাগতিক চাহিদা অবদমিত হয়।
রুহানী শক্তি জাগ্রত হয়, চিত্ত হয় মোহনীয়
শরীর বৃত্তিয় শুস্থ থাকে এবং বাড়ে কর্ম চাঞ্চল্য
অসহায়ের প্রতি দয়ার উদ্রেক হয়
পরোপকারের প্রতি সুদৃষ্টি দেয়ার পরম পথ
পরষ্পরে দারুণ বন্ধন তৈরির অনন্ত খেয়া।
অন্যায়ের প্রতিবাদে মন থাকে সজাগ
আত্মার পরিশুদ্ধতায় আসে সফলতা
সুসংবাদ বহন করে নিয়ে আসে মানব কল্যাণে
সতর্ক করে যায় আগামী জীবন গঠনের সন্ধানে
অপার্থিব জীবন অন্বেষণে পাথেয় যোগায়।
মাহে রমাদান সম্মানিত হওয়ার অনন্য দীপ্তি
মহান মালিককে পরিতৃপ্ত ও সন্তোষ করার আমল
রাইয়ান নামক দোরে প্রবেশের আহবান
অন্তর্দৃষ্টি দ্বারা সহমর্মিতার দ্বার উম্মুক্ত হয়
মাহে রমাদানে অবতারিত হয় আল কুরআন।
হাজার মাসের চেয়ে একটি উত্তম রাত
আছে মাহে রমাদানে, শেষ দশকে
অবতরণ করে ফেরেশতাকুল পুণ্যতা নিয়ে
স্থিরিকৃত হয় সবকিছু এ রাতে
বিরাজ করে শান্তি আর শান্তি প্রভাত উদয় পর্যন্ত।
কল্যাণ পুর, ঢাকা।
২৫.০৪.২০২২