শ্যামল সবুজে
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
হা-হাসি মুখে কথা বলো সবার সাথে,
সা-সাহস আসিবে মনে সন্দ নেই তাতে।
ন-নব জীবন লাভ করিবে এই ভবে,
আ-আকাশ হতে রহম নামিবে তবে।
ব-বইবে সুখ তরী নব উদ্যমে নব সাজে
দু-দুই নয়নে তাকায় যেন সঠিক তাজে।
ল-লভিবে সদা জাগ্রত চেতনা মনোভাবে
লা-লাগবে তাহা জোড়া নিতে ধরাধামে।
হ-হইবে সবাই তাহার সনে অন্তরঙ্গ বন্ধু
জু-জুঁই ফুলের সৌরভ মিলিবে অফুরন্তু।
বা-বাবা মায়ের ভালোবাসায় বড়ো হয় যে,
ই-ইহকালে-পরকালে অনন্ত সুখী হইবে সে।
র-রকমারি সাজে সাজবে শ্যামল সবুজে।
মনসুরাবাদ,ঢাকা।
২৫.০৪.২০২৩