অজ্ঞ মানুষ ভ্রষ্ট মানুষ
দেয় না কোন ক্ষ্যান্ত
গায়ের জোরে হত্যা করে
আস্থা মানুষ জ্যান্ত।
শক্তির জোরে দেখায় শুধু
নিজের বাহাদুরি
নিরীহদের পীড়ন দিয়ে
ঝাড়ে জারিজুরি।
অজ্ঞ যারা খোঁজে তারা
নিজের লাভটি কৈ
লাভের আশায় ছুটে চলে
বাধায় রে হইচই।
স্বার্থবাদী অজ্ঞ সবই
কারোর জন্য নয়
পরের ক্ষতি করতে সদা
অপেক্ষাতে রয়।