সাফল্যের বাতায়ন খুলে বসে
জোর গলায় হাঁকায়,
এত এত সফলতার তীব্রতায়
কেবল ঘাড় বাঁকায়।

যত সফলতা সব জনগণের
বাহ্ বা নিবে তারা,
জনতার কষ্টের অর্থে চলে
দায়িত্বে রয় যারা।

উন্নয়ন হয়েছে আরো হবে
কেন অহংকার?
সফলতার আনন্দে সবাই তুলে
সুরের ঝংকার!

একই কথা বার বার শুনতে
ভাল লাগে না,
মানুষের ভালোবাসা পেলে
বেশী বলতে হয় না।

হেন করেছি তেন করেছি
কেউ কি দেখে না?
তোমার তারিফ করবে জাতি
কেন তুমি বুঝ না?

এত উন্নয়নের মাঝেও বহুজন
ক্ষুধার্ত রাত কাটায়,
ছদ্মবেশে ঘুরে দেখনা একবার
কাঁপবে তবে হৃদয়।

উন্নয়ন হবে করতে হবে
নিয়মিত প্রক্রিয়া,
জনতা সুবিধা ভোগ করবে
জানাতে শুকরিয়া।

সকল উন্নয়নে হৃদয় থেকে
জানাই অভিনন্দন,
অহমিকা ভুলে সবাই করো-
হে! বিনম্র আচরণ॥

কল্যাণ পুর, ঢাকা।
১৯.০৭.২১