নামী দামী সব হারামী
নারীর প্রতি মত্ত
হরহামেশা খনন করে
পাপের মোটা গর্ত।
সেই গর্তে হারিয়ে যায়
তরুণ তরুণী কিশোর
অবুঝ মনে শয়তানী হানায়
পাপাচার করে ভর।
নৈতিক শিক্ষা কুরআন শিক্ষা
নেয় না শিক্ষা হাদীস
একলা মনে শয়তানের বাসা
সত্যের রয় না হদিস।
বয়স যখন পনের থেকে বিশ
পিতা মাতার কাজ
সতর্কতার সাথে রাখবে খবর
ছায়া হয়ে রাজ।
উত্তম কথায় উত্তম ভাষায়
নরম হৃদয় দিয়ে
বুঝাবে তাদের দোয়া করবে
ভালোবাসা নিয়ে।
প্রেম দিয়ে সোহাগ দিয়ে
মিষ্টি একটু হাসি
মমতার হাত বুলিয়ে দিলে
ফুল ফুটবে রাশি।
সন্তান দশের সন্তান দেশের
সম্পদ সম্ভার
সুনিয়মে সুচরিত্রে গড়ে উঠাই
সেরা উপহার।