সংবিধান
কুরআন হলো সংবিধান,
সত্যবাণী সঠিক বয়ান।
মুমিনগণ তার বাহক,
হবে সদা সুশাসক।
ঈমান আমার রক্ষা কবজ,
নিয়ম মানা খুবই সহজ।
শয়তান ‘আদুউউম্ মুবীন’,
কলুষিত মানব জমিন।
জিহাদ আমার একমি,
ইসলাম আমার শান্তি।
নামাজ আমার বিনয়,
হৃদয়ে জাগে অভয়।
রোজা আমার ঢাল,
সম্মুখে আছে মহাকাল।
বরযখ আমার স্থান,
মরণ আসিলে প্রস্থান।
যাকাতে মন পবিত্র,
গড়ে উঠে উত্তম চরিত্র।
হজ্জ্ব এক মহাসম্মিলন,
সবার জন্য মধুময় মিলন।
ইসলাম একটি মহাঘর,
সুখের আবাস অতি সুন্দর।
এখানে যে নিবে আশ্রয়,
স্থায়ী ঠিকানা চির অক্ষয়।
আমাদের নবী মুহাম্মদ,
তাঁর প্রতি পাঠাবো দরুদ।
তাঁর সুপারিশ ছাড়া ভাই,
কারো কোনো মুক্তি নাই।
২১.০৪.২০২৪