প্রভাতে জেগে আমি ঘুমের দোয়া পড়ি,
আল্লাহর গুন গেয়ে দিবস শুরু করি।
তারপর সালাতের জন্য মসজিদে যাই,
সালাত শেষে বিনয়াবনত ক্ষমা চাই।
ফজর হলো আনুগত্যের শুভ সূচনা,
সারাদিন যায় যেন করি ভাল কামনা।
সুরুজের আলো গড়িয়ে পড়ে পশ্চিমে,
মধ্য সালাত আদায়ে ছুটে চলি আনমনে।
আছরের জন্য তৈরি হৈ আজানের সাথে,
শীতলতম মন থাকে দুখ সরে যায় তাতে।
মাগরিব পড়ি সাঁঝের বেলা মধুময় চিত্তে,
আপন বাঁধনে জড়িত থাকি প্রেম সিক্তে।
রাতের বেলা শামিল হতে সালাতে এশা,
নেক কাজ করতে অনুভবে থাকুক এষা।
প্রতি ক্ষণ এই ভাবি ক্ষতি থেকে বাঁচতে,
বিশ্বাসে ভাল কাজ করি সবরের সাথে।
অন্যকেও দিতে হয় সত্যের উপদেশ,
আল্লাহ এক নেই কোন সংশয় লেশ।
শেষ দিনে সালাতের হিসাব সবার আগে,
সহজ হিসাব দিতে যেনো ঈমান জাগে।
মনসুরাবাদ, ঢাকা।
০১.০২.২০২৩