সাজার নরক
শত্রু দলের মন মুকুরে
দৌড়ায় শুধু ভর দুপুরে
লাঠিসোঁটা নিয়ে ভাড়া
প্রতিপক্ষকে সে কি তাড়া!
সত্য কথা বলছে যখন
সইল না তা শুনে তখন
কিভাবে সে করবে জখম
মনে মনে ভাবছে শুধু
আরো কিছু মিথ্যা যোগে
সত্যকে সে করবে দমন।
এ হলো তার মনোভাবনা
দফায় দফায় পরিকল্পনা
আস্ত একটা নিয়ে কুড়াল
দলে দলে দিচ্ছে উড়াল
মার দিবে আজ বেধড়ক
ক্বলবে তার নেফাকি মড়ক
পোষণ করে মিথ্যা খড়গ
তবুও জাগে সত্য সড়ক।
শয়তানের বন্ধু সেজে
মিথ্যাকে প্রমোট করে
সব শক্তি এক হয়েই
খোঁজে ঐ সাজার নরক।
০৫.১২.২০২৩