রুচিবোধ

রুচিবোধের কথা বলে অন্যকে দাও ধোলাই!
সুদ খাওয়া দুর্নীতি করা কোন্ রুচির কাজ!
জামা পরেও উদাম যারা কোন্ রুচির সাজ!
তাদেরটা হাইড দাও দুর্বলকে রুচির দোহাই!
নারী ধর্ষণ নারী নির্যাতন কোন্ রুচিতে পড়ে!
প্রগতির নামে অধঃগতির অরুচির সব কাজ!
একই দোষ কেউ করিলে ললাটে পড়ে ভাঁজ!
গালি ও অশ্লীল ছড়াও কোন্ বিবেকের তরে?
মারামারি লাঠালাঠি এটাও কি রুচির কাজ!
যে সকল কাজে ঘেন্না আসে বমি বমি ভাব
ডুবে যাও সে কাজে কোন্ রুচির মনোভাব!
অরুচিতে ভরে আছে প্রিয় এই জনপদ আজ!
আল্লাহর হুকুম না মানাও একটি অরুচির কাজ!
নামাজ রোজা ইবাদৎ না করা এটা কি সভ্যতা!
শক্তি দিয়ে ইসলামী কাজে বাধা কোন্ ভব্যতা?
রুচিতে বাধা দিয়ে কায়েম হচ্ছে অরুচির রাজ!
তাই তো রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে সবখানে!
কালোবাজারি মুনাফাখোরি পণ্যের দাম বাড়া!
কম আয়ের লোক কিনতে পারে না টাকা ছাড়া!
অরুচির এ কাজে রুচিশীলের কীভাবে মনটানে?
রুচিশীল হতে হলে মানতে হবে আল্লাহর বিধান!
মনের উঠোন হোক ইসলামী রুচির আসল স্থান!
মানার মাঝেই সম্মান আর সুরুচির সঠিক প্রমাণ!
সংকীর্ণতা নয় সুপ্রসারিত হউক প্রেমের ময়দান!

কল্যাণপুর, ঢাকা।
৩০ মার্চ ২০২৩
১৬ চৈত্র ১৪২৯