মানুষের ভালোবাসা পেতে, মন পাল্টাতে
লাগে না অনেক কাজ,
রক্তদানের মতো সেবা আনতে পারে
কাঙ্খিত বিপ্লব আজ।
কাজের মতো কাজ করি সতত একটাই
করে যাই রক্ত দান,
এই কাজ দেশ গড়ার বৃহৎ আঙ্গিনায়
রাখতে পারে অবদান।
তবে, এই অবদান নিয়ে যাবে বহুদূর
লক্ষ্য পূরণের দিকে,
প্রেম দিয়ে মানব সেবা মানুষের মাঝে
ভালোভাবে রবে টিকে।
জীবন বাঁচানোর সেবায় নিজেকে রাখি
সার্বক্ষণিক ব্যস্ত,
অপার মমতায় দায়িত্ব অর্পণ করবে সবাই
সৎ লোকের উপর ন্যস্ত।
কল্যাণপুর, ঢাকা।
১৩.০৯.২০২১