রক্ত
রক্ত টগবগ করে হৃদয়াভ্যন্তরে
রক্তেই সমাধান বিপ্লব জাগরে।
তরুণ যুবক ছাত্র জেগেছে সর্বত্র
অন্যায়ে অতিষ্ঠ দেশ জনগণ ক্ষুব্ধ।
রাজপথ রক্তাক্ত যে বিধ্বস্ত নিস্তব্ধ
সংঘবদ্ধ জনতা নিয়েছে সিদ্ধান্ত।
হটাও স্বৈরাচার হে মুক্তি পেতে দেশ
হয় যেন দেশ থেকে জুলুমের শেষ।
হলো যার বুক খালি গোলার আঘাতে
সেই মা-ই বুঝে তার কতটুক কষ্ট।
শিকড়ের এক সূত কেড়ে নিলে তুই
শক্ত আঘাত হানি ভালোবাসা থুই?
কী সুন্দর অভিনয় দেখে দেখে হাসে!
পদত্যাগ করো তবে দেশটা বাঁচাতে!
০১.০৮.২০২৪