রক্ষাকবজ

ঈমান আকীদাহ্ মানব জাতির রক্ষাকবচ,
এই সীমানায় জীবন যাপন একদম সহজ।
সালাত হলো ভাল কাজের আসল পরিচয়,
স্রষ্টার সাথে সৃষ্টি কুলের নিবিড় সমন্বয়।
সাওম, গুনাহ্ থেকে বাঁচতে, ঢালের মতো,
নিজ হাতে প্রভু দিবেন জাযা অফুরন্ত।
যাকাতে আসে দেহ-মনে পবিত্রতা অফুরান,
মানবতা সেখানে, ছুটে চলে পেতে অনুদান।
হাজ্জ, বিশ্বমুসলিম মহাসমাবেশ, যারা বিত্তবান,
হাজির হবে আরাফাতে, হয়ে প্রভুর মেহমান।
কুরআন হলো স্রষ্টা কর্তৃক চলার সংবিধান,
রাসূল হলেন, কুরআনের আয়না স্বচ্ছ অভিধান।
মানবতার মুক্তির জন্য প্রয়োজন কুরআনের বিজয়,
বাতিলের অবসানে সত্যের গমন হবে উপোজয়।

কল্যাণপুর, ঢাকা।
১৩.০৬.২০২২