রোজার মাহাত্ম
এসেছে রমাদ্বান হেসেছে মুসলমান
রাখবে রোজা খুশীতে
উঠবে হেসে সেহরীতে
ধৈর্যের নদীতে রহমত ঝরে বহমান।
দিনে যৌনতা পানাহার করে পরিহার
প্রভুর নির্দেশে রোজাদার
ইসলামী রুপের সমাহার
পূরণ করে স্রষ্টার প্রতি আনা ঈমান।
দিবাশেষে রোজাদার করে ঈফতার
হালাল রিজিক দিয়ে
তাঁরই সস্তোষ নিয়ে
ত্যাগের মহিমায় হয় উজ্জল দীপ্তিমান।
হেদায়েতের ফরমান পবিত্র কুরআন
পাঠান মাহে রমাদ্বানে
সত্য ও মিথ্যা প্রমাণে
ইহাই চিরস্থায়ী চিরন্তন এক ফুরকান।
সিয়ামে কিয়ামে ইবাদৎ করে আলবৎ
দেন বেহিসাবে বহুগুণ
নিভাতে নরক আগুন
দয়াময়ের দয়া থাকে নিত্য অফুরান।
করিবে যত দান নফল ফরজ সমান
করে অসহায়ে দান
খুশিতে প্রভু বাড়ান
এভাবে হয় সহমর্মিতার সমাজ বিনির্মাণ।
কল্যাণপুর, ঢাকা।
২৯ মার্চ ২০২৩
১৫ চৈত্র ১৪২৯
০৬ রমাদ্বান ১৪৪৪