রমজান মাসে রোযা রাখা মুমিনের কাজ
ঢাল দিয়ে প্রতিরোধ করা সকল অপরাধ।
কুরআন রোযা প্রভুর কাছে করবে সুপারিশ
তাদের সুপারিশ প্রভু নিশ্চিত গ্রহন করবেন।
সেহরি খাওয়াতে রয়েছে অফুরন্ত বরকত
ইফতারিতেও আছে অসীম দয়া আর দয়া।
রোযা রেখে মন্দ স্বভাব পরিহার করা জরুরী
অন্যথায় পিপাসার কষ্ট ছাড়া কিছুই পায় না।
রোজাদার গালমন্দ আর শোরগোল করে না
যদি কেউ করে তাকে বলে আমি রোজাদার।
সবরের মতো মহা গুণ অর্জন করে রোজাদার
বিনিময়ে পাবে অপরূপ অনন্ত সুখের জান্নাত।
সহানুভূতি সহমর্মিতা মুমিনের অন্যতম গুণ
এতে আলোকিত হয় সমাজ গড়ে প্রেমেরাবাস।
ঢাকা,
লেখা : ৩০.০৪.২০২১