রোজা হলো
রোজা হলো আত্মাকে শুদ্ধ করার
পরিপূর্ণ ইবাদত
রোজা রেখে করা যায় না কারো
কোনো কিছু খিয়ানত।
মিথ্যা ও অশ্লীলতা গীবত শিকায়াত
করা যায় না রোজাতে
করলে কোনো রোজাদারের রেহাই
মিলবে না নাজাতে।
সত্যবাদীতা দানশীলতা থাকলে
বাড়ে তার সম্মান,
রাইয়্যান নামক দ্বার পাবে রোজাদার
তাঁর দয়া অফুরান।
রোজা আল্লাহর জন্যই অনিবার্য
নিজেই দিবেন প্রতিদান,
অপার দয়ার মহিমা তাঁহার সতত
আল্লাহ অতিশয় মহান।
কল্যাণপুর, ঢাকা।
০৬ এপ্রিল ২০২৩
২৩ চৈত্র ১৪২৯
১৪ রমাদ্বান ১৪৪৪