ঋতম্ভর
হাজার কটক থাকবে রেডি
সবার হবে কনীনিকা,
কন্দলিয়া মনটা সাজে কার
বিনাশ হবে অতরিকা।
কম্ব নিপাত করতে তারা
সদা রবে সজাগ,
ফিরিয়ে দিবে সঠিক পন্থা
আর মমতা সোহাগ।
ঋতম্ভর বসবে হাটে
ঋষ্টি হবে দূর,
ঋদ্ধি তাতে দেখা দিবে
উচ্ছ্বসিত সুর।
আসন পেতে বসে থাকে
মাতবরি হয় সবে,
সুষ্ঠু একটি সমাজ সবাই
দেখতে পাবে কবে?
কল্যাণপুর, ঢাকা।
১১-মে-২০২২