রিমান্ড
জালিম রাজার অস্ত্র বিশেষ
গ্রেফতার করেই রিমান্ড,
তাই তো দেখি শাস্তি দিতে
তারই বড়ো ডিমান্ড।
সত্য ন্যায়ের কথা বললে
তাদের ধরে নেয়,
হাতে পায়ে শিকল বেঁধে
কঠিন শাস্তি দেয়।
জালিম রাজার সেরা গুণ
অসহিষ্ণু তার প্রাণ,
ছোট্ট কথাও সয়না সেতো
দেখি তারই প্রমাণ।
কল্যাণপুর, ঢাকা।
২২.০৪.২০২১