কুরআনের ছায়াতলে
কুরআনের ছায়াতলে আশ্রয় নিয়েছে যারা
চির মুক্তির সরল পথ খুঁজে পেয়েছে তারা।
কুরআন নিয়ে চিন্তা গবেষণা করা জরুরী
বিপরীতে থাকে বক্রান্তরে রোগ মহামারি।
মোবারকময় কিতাব প্রভুর রহমতের তরে
নিদর্শন দেখে মানুষ ঈমান আনতে পারে।
নফসের পরিশুদ্ধতা আসে কুরআন পাঠে
কুরআন নিয়েই যেন মুমিনের সময় কাটে।
তারতিল সহকারে তিলাওয়াতে কুরআন
জীবন যাপনে ইহা হবে সমস্যার সমাধান।
উপদেশে ভরা প্রেরণায় আছে কুরআন
কুরআন নিয়ে বেঁচে থাকা মুমিনের প্রাণ।
যদি এ কুরআন আল্লাহ থেকে না হতো
অন্যথায় নানা বৈপরিত্য দেখা যেতো।
কুরআন বলে, পৃথিবীর দিকে তাকাও
দেখো, কোনো খুঁৎ আছে কি কোথাও?
তুমি পারবে না, পারবে না কোনোদিনও
দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরবে জানিও।
বানালেন মহা সর্বশক্তিমান এক আল্লাহ
দেখে দেখে মনে মনে বলো মাশাল্লাহ।
এখনো কত জন কুরআনে হচ্ছে বিলীন
স্বস্তি প্রস্বস্তি নিয়ে থাকে একদম শঙ্কাহীন।
তুমি কেন ভাই পিছিয়ে থেকে পাবে কষ্ট
কুরআন হাতছানি দিয়ে ডাকছে সুষ্পষ্ট।
কুরআন অপরিবর্তনীয় এক শাশ্বত বাণী
তাকে সঠিক ভাবে জানি ও হুবহু মানি।
ইহাই নিয়ে যাবে জান্নাতের ঝর্ণাধারায়
বিশ্বাসী আছে শুধু তাহারই অপেক্ষায়।
ঢাকা-
১২.০৩.২০২৪