কুরআন যখনি পড়ি
কুরআন যখনি পড়ি
জীবন সেভাবে গড়ি
দিল খুশী হয়ে যায়..
শুনো সকল ইনসান
একবার পড় না কুরআন
শান্তি মিলিবে সেথায়..
কুরআন এমন এক গ্রন্থ
মুক্তির মুল মন্ত্র
জীবন চলার সংবিধান
পাঠালেন দয়ার নিধান
কুরআন মেনে চললে
সুখে মন ভরে যায়..
কুরআনে আছে সব লেখা
জানা অজানা দেখা অদেখা
কুরআন যারা করে গবেষণা
নতুন কিছু হয় জানা
এতে হয় ঈমান আনা
মুমিনের দৃঢ়তা বেড়ে যায়..
কুরআন মতে নিজেকে গঠন
আর যদি হয় পরিবার গঠন
যদি হয় সমাজ রাষ্ট্র গঠন
দ্রুত যাবে অপরাধ থেমে
জান্নাতি সুখ আসবে নেমে
কাটবে সময় নির্ভাবনায়..
সেরা জিকির কুরআন পাঠ
চেনা যায় ভাল মন্দের মাঠ
বন্ধ হবে সব খারাপের হাট
শুদ্ধতা ফিরে আসবে
সব কিছু মধুময় হবে
পরান জুড়াবে দুনিয়ায়..
কল্যাণপুর, ঢাকা।
১৭ নভেম্বর ২০২২
০২ অগ্রহায়ণ ১৪২৯
২১ রবিউস সানী ১৪৪৪