কুরআন আলো জ্বেলে
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
কুরআন আলো জ্বেলে
আঁধার দূরে ঠেলে বেয়ে
আমার হৃদয়খানী শুধু
তোমারই পানে চেয়ে
নূরের আলোতে যায় ছেয়ে
বলে যাই ওপারের যাত্রী
গড়ে তোলো প্রাণেরও ভ্রাতৃ
প্রেমের সাগরে ভেসে
আঁধার যায় যেনো ধেয়ে।
কত দিন আর কত দিন
নিষিধ গলিতে ঘুরবে
নানা পথে চলতে গিয়ে
আর কত জীবনের সাথে লড়বে!
যখনি প্রভুর কথা মনে পড়বে
ভয়ে ভয়ে আঁখি থেকে জলটুকু ঝরবে
জান্নাতে গিয়ে সুখী হবে
পরকালে মাফটুকু পেয়ে,,,,
২২.০২.২০২৪