খোলাফায়ে রাশেদার খিলাফত ছিল
ইসলাম ও ঈমানী চেতনায় ঋদ্ধ
জনগণ চারিত্রিক ভাবে ছিল শুদ্ধ
ইহা ছিল শ্রেষ্ঠতম সুশাসন কাল।
কুরআনের সমাজ সুখময় রাজ
শুদ্ধাচারে সুপবিত্র সমৃদ্ধ উন্নত
সৌন্দর্যের লীলাভূমি মননে সতত
তা ছিল সত্যের বহ্নি আলোকিত কাজ।
অনুসারী রাসূলের পুণ্যাত্মা সাহাবা
নবীকে ভালোবাসিত সর্বস্ব বিলিয়ে
সন্তুষ্ট ছিল তাহারা আঁধার নিভিয়ে
পরমাগ্রহে নিয়েছে শপথে আকাবা।
এই সুশাসন যদি এখনো থাকতো
মানবাত্মা আলোময় ঝলমলে হতো।
০৫/০৭/২০২৪