কত রুপে কত নামে প্রতিবিপ্লব স্বপ্ন দেখে
পতিত স্বৈরাচারের চেলা চামুন্ডারা?
কিন্তু তারা ভুলে গেছে কাঁধে যে ঝুলে আছে
সেই সব দোষ নিয়ে করে চলাফেরা।

স্বৈরাচার কখনো নিজের অপরাধের জন্য
দুঃখবোধ বা অনুশোচনা করে না,
মনে করে সে যা করেছে ঠিকই করেছে
যদিও আসে ধ্বংসের পরোয়ানা।

দম্ভ অহংকারে তাদের অন্তর কম্পমান
ইগো ইগো ভাব ঘাড় তেড়া,
বিনয়, নম্রতা, সভ্যতার ধার ধারে না
যদিও জীবন হয় ছেরাবেরা।

গণ ক্ষোভের তীব্রতায় পালালো দেশ থেকে
আবারও চায় স্বৈরাচারী হতে?
যাকে জনগণ বমি করে ফেলে দিয়েছে
তা গ্রহণ করবে না কোনো মতে।

হত্যা রক্ত যার নেশা, উগ্রতা যার হাতিয়ার
পাথরের চেয়েও কঠিন যার প্রাণ,
অস্ত্রই যার শক্তি, মায়া মমতা নির্বাসনে
তাকে তো হতেই হবে অপমান!

লুণ্ঠন করা সম্পদ পাচার করে বিদেশ বিভুঁয়ে
অন্যকেও লুণ্ঠনের দরজা খুলে দেয়,
যে যেভাবে পারে লুটপাট করে রাখে জমিয়ে
অন্যায় অশ্লীল কাজেও করে সে ব্যয়।

কেমন করে স্বপ্ন দেখে ফিরে পাবে ক্ষমতা
যাকে ছুঁড়ে ফেলেছে দূরে বহুদূরে?
সুঁইয়ের ছিদ্রে হাতির প্রবেশ যেমন অসম্ভব
তেমনি স্বপ্ন থেকে যাবে ঘুমের ঘোরে।

০৩.০৯.২০২৪