আস্থাহীনতায় পড়েছে দেশের জনগণ
দেশ শাসকের প্রতি,
ন্যায় বিচারের দুয়ারে দিয়েছে তালা
সুষ্ঠু বিচারের নেই গতি।

সন্ত্রাসীদের গুলিতে আদরের সন্তান নিহত
তবু বিচার চাচ্ছে না বাবা,
মনের অসহ যন্ত্রণা চাপা রেখে ধৈর্য ধরে
শাসকের উচিৎ এ নিয়ে ভাবা।

স্বাধীন দেশের ফিফটি বছরে কী দেখছি
যখন তখন সন্ত্রাসীদের হানা,
মোড়ল যারা দেখেও না দেখার ভান করে
বোধ হয় চোখ দুটি কানা।

দেশবাসী তুমি তো নও প্রবাসী স্বদেশ প্রেমে
নীরব থাকবে না কেউ,
স্বদেশের প্রয়োজনে ন্যায় প্রতিষ্ঠায় সকলকে
হতে হবে প্রতিবাদী ফেউ।

মুখ এঁটে মূক হয়ে থাকলে তো চলবে না
অন্যায়ে দিতে হবে বাধা,
সীসাঢালা প্রাচীর গড়তে ঐক্যের বন্ধনে
মনের সাথে মন হোক বাঁধা।

জগদ্দল পাথর ভাঙতে হবে রুখতে হবে
ঘটছে যত অন্যায্য অন্যায়,
জনজোয়ারে ভেসে যাবে অগণতান্ত্রিকতা
পবিত্র ন্যায়ের বন্যায়।

শুধু প্রয়োজন উদ্যমী উদ্যোগী সাহসী
মনোভাবের একদল বাহিনী,
ভূতলে তলিয়ে তাদের ইতিহাস গড়বে
ছড়াবে বীরত্বের কাহিনী।

২৭.০৩.২০২২
কল্যাণপুর, ঢাকা।