প্রতিবাদ হোক
যার যা আছে তা নিয়ে ভাই
করতে হবে প্রতিবাদ,
প্রতিবাদে প্রতিবাদে অন্যায়
সবি নিপাত যাক।
নীরবতা মানে মেনে নেয়া
বুদ্ধিমানের কাজ নয়,
একতা হবে শক্তিধর প্রাণ
শক্ত বাধা দিতে হয়।
হাত হোক বাধার হাতিয়ার
মুখেও বলতে হয়,
হাত মুখ যদি থেমে যায় ওরে
দুর্বলকে ঘৃণা কয়।
অধিকার না দিয়ে ক্ষমতারোহণ
শোষণ তার নাম,
কোননা কোনদিন শোষক ভোগ
করবে পরিণাম।
আসল ঠিকানা ভুলে গিয়েছে
নকল ঠিকানা খোঁজে,
মিছে ক্ষমতার পিছনে দৌড়ে
নয়ন দুইটি বুজে।
প্রাণ ছাড়া দেহ নিরব নিথর
নেই তার কোন মূল্য,
আমলেসালিহ না করে গেলে
পুরোটাই হবে শূন্য।
দুর্জনকে সুবোধে ফিরাতে হলে
করবে তীব্র প্রতিবাদ,
উত্তম সহায়তাকারী হবে সেজন
সবার জন্য সুসংবাদ।
কল্যাণপুর, ঢাকা।
২৪ নভেম্বর ২০২২
০৯ অগ্রহায়ণ ১৪২৯
২৮ রবিউস সানী ১৪৪৪