প্রকাশ পায়

জিদের বসে বলতে বলতে
সত্য কথা আসে!
অপরাধীর অপরাধ গুলো
চোখে চোখে ভাসে!
মনে মনে বেদনাহত হয়
সেই সে অপরাধে!
ভুক্তভোগির পাপের বোঝা
তুলে নেয় কাঁধে!
গোপন থাকে আর কতদিন
সবই প্রকাশ পায়!
নিজের দোষ করে প্রকাশ
খুবই লজ্জা পায়!
ইতিহাস তো ক্ষমা করে না
এইটা জানতে হয়!
অপরাধী সর্বদা ভীত থাকে
কথাটি মানতে হয়!


০২-নভেম্বর-২০২২
১৭-কার্তিক-১৪২৯
০৬ রবিউস সানি ১৪৪৪