ঘরে বসে ভাবছ মনে
ঘুরবে জগৎময়
না বেরুলে কেমন করে
করবে বিশ্বজয়।
জ্ঞানের আলোয় ছুটবে যখন
থাকবে না যে বাধা
অলস বসে আকাশে ঘুরে
সে তো আস্ত গাধা!
কেমন করে প্রযুক্তিতে
বিশ্ব হাতের মুঠোয়!
দুখের মাঝেও পরষ্পরে
মিলে মিশে রয়।
প্রযুক্তি আজ টপ টু বটম
ছড়িয়ে গেছে প্রায়
এটা ছাড়া এখন কারোর
চলার নেই উপায়।
প্রযুক্তিতে ভাল আর মন্দ
দুইই বিদ্যমান
ব্যবহারকারী উভয়টাতে
করবে ব্যবধান।
সাহস রেখে অলস ছেড়ে
বিশ্ব করো জয়
মেধা বুদ্ধি প্রতিভা দিয়ে
দূর করো ভয়।
সত্য প্রচার করবে বেশী
মিথ্যা যাবে বাদ
প্রযুক্তি হোক সবার জন্য
শুদ্ধ আশীর্বাদ।
(লেখা: ২১-জুন-২০২১)