প্রবীর
বিশ্ব মুসলিমের ভালোবাসায় সিক্ত
আল্লামা সাঈদী,
সবার সেরা কিংবদন্তি দ্বীনের দায়ী
মানব দরদী।
অধিকার কেড়ে নিয়েছে জালিম শাহি
যা ছিল তার প্রাপ্য,
অত্যাচার নির্যাতন সহিয়া বন্দি ছিল
তা ছিল না কাম্য।
জীবনের মূল্যবান সময় কুরআনের
বাণী পৌঁছে দিতে,
ছড়িয়ে বেড়িয়েছেন দেশ দেশান্তরে
রবের তুষ্টি পেতে।
উন্নত চরিত্র বাগ্মীতায় সেরা কণ্ঠ
মানব প্রেমিক,
সত্য প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রগামী
শ্রেষ্ঠ সৈনিক।
শহীদী চেতনায় উজ্জীবিত প্রাণবন্ত
একনিষ্ঠ প্রবীর,
আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিনয়ে
নুয়ে দিত শীর।
মনসুরাবাদ, ঢাকা।
২৩.০৮.২০২৩