প্রবিলাপ

ঘর হতে বের হয়ে ভাসে অনুরাগ মনেতে
দেখাতে শুনাতে আর মনে মনে ভাবাতে
হয়ে যায় কত যে পাপ?
কারো কারো খোলা মেলা চলাতে
ইচ্ছায় অনিচ্ছায় হয় কত পাপ?
কীভাবে পথারোহী হবে একশ ভাগ নিষ্পাপ!
যদিও বলা হয় নিজেকে শালীনতায় ঢেকে নাও
সাবধানে পথ চলো, যেথায় ইচ্ছা সেথায় যাও
সাথে চৌদ্দজনের একজনকে সাথে নিয়ে নাও
সৌরভে সুরভিত হয়ে পাক পবিত্র আবহ ছড়াও
এরপরও কেউ করে উত্যক্ত
তার জন্য শাস্তিও পরিব্যপ্ত
বিচারালয়ের কঠিন শাস্তি পেয়ে সবইি
পবিত্র জীবন যাপনে হবে অভ্যস্ত।
তবেই হবে না বাঞ্চিত পথিকের কোনো পাপ!
সমাজে করবে না কেউ পাপের জন্য প্রবিলাপ।

কল্যাণপুর ঢাকা।
১০ মে ২০২৩
২৭ বৈশাখ ১৪৩০
১৯ শাওয়াল ১৪৪৪