প্রভাতী সবিতা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
কথা হয়নি, দেখা হয়নি, কোনো দিন,
দোয়ায় শামিল হই, বিদায়ের দিন।
তাঁকে বলা হয়, দ্রোহ ও প্রেমের কবি,
সবার মনে, দেশপ্রেমের, আঁকেন ছবি।
কবিতার প্রেমে, কবির সনে, এ মন,
ছুটে যায়, প্রেসক্লাবে, জানাযার ক্ষণ।
কবিতায় বেঁচে থাক, হেলাল হাফিজ,
কবি প্রেমিক দোয়ায়, করবে আশীষ।
'এখন যৌবন যার'- দ্রোহ আহবান,
প্রণোদনা পেয়ে সবে, করলো সংগ্রাম।
জাগুক প্রাণ, ভালোবাসা টান চেতন,
সুখে উচ্ছাসে, উড়াবে, বিজয় কেতন।
কবি হারায়, হারায় না তাঁর কবিতা,
আলো আনে, কৃষ্ণ ছেড়ে, প্রভাতী সবিতা।
(শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজ স্মরণে)
১৮/১২/২০২৪