প্রিজন ভ্যান

প্রিজন ভ্যানে একটি শিশু
পরের ঘাড়ে ভর করে,
প্রিয় বাবার সাক্ষাৎ পেতে
কোনমতে হাত ধরে।

বাবা মেয়ের এমন দেখা
হৃদয়ে ঝড় তুলে,
গড়া হলো অসভ্যতা
মানবতা সব ভুলে।

জ্ঞানীরা আলোর প্রদীপ
আলো দেয় সবখানে,
অজ্ঞ লোকের চক্ষুশূলে
রয় আজ জেলখানে।

আদরের মেয়ে এসেছে
এক নজর দেখতে,
অশ্রুতে বুক ভাসালো
কষ্ট জমা মনেতে।

হৃদয় বিদারক দৃশ্যটা
সত্যি খুবই মর্মান্তিক,
যাদের দ্বারা এই ঘটনা
তারা এতই দাম্ভিক?

আলেমদের মুক্তি দাও
করি এই নিবেদন,
বাবা মেয়ে এক সাথে
থাকে যেন সর্বক্ষণ।

২৯.১১.২০২৩