মুহাম্মদ মোজাম্মেল হোসেন
২৬.০৯.২০২২

(প্রিয় ইউসুফ আল কারজাভী
জন্ম: ০৯.০৯.১৯২৬,
মৃত্যু: ২৬.০৯.২০২২।)



ঝরে গেল উজ্জ্বলতম এক নক্ষত্র,
যাকে ভালোবাসে বিশ্বময় সর্বত্র।
দ্বীনের খেদমতে অবদান স্মরণীয়,
সকলের কাছে ছিল তা গ্রহণীয়।
সমস্যার সমাধানে শ্রেষ্ঠ ফক্বীহ,
মতামত দিতেন খাঁটি ও সহীহ।
যুক্তিপূর্ণ বহু কিতাব করেন রচনা,
সহজ সরল ছিল সবকিছু বর্ণনা।
শ্রম মেধা বুদ্ধি খাটান দ্বীনের জন্য,
সব মুসলিমের নিকট তিনি অনন্য।
সবার কাছে কস্তরি তুল্য মৃগনাভী,
অতিপ্রিয় ড.ইউসুফ আল কারজাভী।