প্রিয় রাহবার

সবার প্রিয় রাহবার   করতে পরোপকার
              যিনি ছুটে চলেন,
কোমর পানি পেরিয়ে    দানা পানি নিয়ে
             মুক্তির কথা বলেন।
দিনরাত বিরাম নেই     নিজের খেয়াল নেই
              মানবতার কান্ডারী,
বন্যার্তদের কাছে যান    যিনি বড্ড হৃদয়বান
              কল্যাণের দিশারী।
কারো কষ্ট সয়না তার    ছুটে আসেন অনিবার
               ভেবে আপন জন,
কে এল নেই ভাবনা     সব সময় শুভ কামনা
               করিতে নিরঞ্জন।
কোমল ব্যবহার তার   বিনয় সম্পদ যার
              সবাইকে কাছে টানে,
কাছে যায় এগিয়ে       বুকে বুক মিলিয়ে    
            নিখাদ আলোরবানে।
কঠিন দুর্যোগে দুর্ভোগে    সকলের আগেভাগে
               নির্দেশনা দিয়ে যান,
সুখী সমাজ গড়ার জন্য    মহান প্রভুর খুশির জন্য
                কষ্ট সয় অফুরান।
মানব সেবায় নিয়মিত    কাজ করে যায় অবিরত
                দুঃখ ব্যথা নাই,
সফেদ দাড়ি মিষ্টি হাসি     সবাই তারে ভালোবাসি
                নেক হায়াৎ চাই।

কল্যাণপু, ঢাকা।
৩০.০৬.২০২২