প্রেমময় চেতনা
এখনো যারা বাস্তবতাকে মানে না
ওরা স্বৈরাচারের দোসর,
দেশকে অস্থিতিশীল করতে তারা
খোঁজে নানা ফাঁকফোকর।
বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে বাড়াবাড়ি
দক্ষিণ পাড়া করে গরম.
চেয়ারে বসে ওরা কাড়িল কত প্রাণ
মনে হয় নেই লাজ শরম!
শিক্ষা প্রতিষ্ঠানে কাওয়ালী সন্ধ্যায়
বা ইসলামী জলসা যখন হয়,
কেন যে তারা মন খারাপ করে থাকে
মুসলিম হয়েও নেই প্রভুর ভয়।
ইসলামী জাগরণ দেখে মন্তব্য করে
দেশ হয়ে গেল আফগানিস্তান!
আফসোস করতে করতে প্রাণ ওষ্ঠাগত
অথচ দাবী করে তারা মুসলমান!
মুসলিম দেশে কুরআন-হাদীস চর্চা হবে
এমনটি হওয়াই তো স্বাভাবিক,
জাত গেল গেল বলে শোরগোল বাধায়
এরা আসলে এ কেমন লোক?
দেশটা হলো আমার তোমার সকলের
একতাবদ্ধ হয়ে করি কাজ,
দেশের সৌন্দর্য শান্তি শৃঙ্খলায় ফিরিবে
মোহনীয় এক প্রদীপ্ত তাজ।
ক্ষমতা কারো চিরস্থায়ী নয় পরিবর্তনীয়
ইহা দুনিয়ার অলংঘনীয় বিধি,
কর্মফল ভোগ করতে নিয়তির প্রবিধান
মানতে হবে যারা প্রতিনিধি।
এসো কবি ভালোবাসি আমাদের দেশ
কাউকে অন্যায় করতে দেব না,
কথায় কাজে আচরণে লেখনির মাধ্যমে
জাগ্রত করি প্রেমময় চেতনা।
২২.০৯.২০২৪