প্রেম বিনে মানবতা নেই
প্রেম বিনে ভালোবাসা নেই
প্রেম বিনে ভ্রাতৃত্ব নেই
প্রেম বিনে সুদৃঢ় বন্ধন নেই
প্রেম বিনে কবির কবিত্ব নেই
প্রেম বিনে আত্মিক সম্পর্ক নেই
প্রেম বিনে মানবতার মুক্তি নেই
প্রেম বিনে সামাজিক শৃঙ্খলা নেই
প্রেম বিনে সত্যের পথে মরণ নেই
প্রেম বিনে সত্যিকার বেঁচে থাকা নেই
প্রেম বিনে বিনয়ী ব্যবহার নেই
প্রেম বিনে পারিবারিক বন্ধন নেই
প্রেম বিনে ভাই ভাই মিল নেই
প্রেম বিনে স্রষ্টার প্রতি আনুগত্য নেই
প্রেম বিনে ইবাদাত বন্দেগী নেই
প্রেম বিনে সুন্দর সম্প্রীতি নেই
প্রেম দিয়েই সমাজে সব কিছু হয়
প্রেম দিয়েই হয় মানুষের মন জয়
মন জয় হলেই হয় বিশ্ব বিজয়
বিশ্ব বিজয় হলেই সবাই সুখে রয়।
লেখা: ৬ সেপ্টেম্বর ২০২০