সাজসজ্জায় অপরুপ সাজবে
মাত্র স্বামীর জন্য
পলকে পলকে তাকিয়ে রবে
তবেই সে ধন্য।
মিষ্টি হাসিতে বলবে কথা
পতিকে খুশি করে
তারই প্রয়োজন পূরণ দেখে
মনটা তার ভরে।
পতির সেবায় হবে অনুগত
প্রশ্নাতীত ভাবে
দ্বীনের বিধান যথার্থ মানবে
স্রষ্টা রাজি হবে।
রান্না চুলায় ডাকছে পতি
আসতে হবে দৌড়ে
সুখি দম্পতির নমুনা তা
রবে না বিবাদ নীড়ে।
পতি প্রেমে গতি পাবে
নির্মল মমতায়
এগিয়ে যাবে বহু দূর
পরশ ছোঁয়ায়।
কৃষক যেমন ক্ষেত খামারে
করে চাষবাস
পত্নি পতি তারই মতন
করবে বসবাস।