পথের কাঁটা
পথের কাঁটা সরাতেই হবে
না হলে তুমিও বিঁধবে;
অন্যরাও বিঁধবে;
পরের তরে তা সরাতে হবে।
পথের কাঁটা পথে রাখবে
পাশ কেটে চলবে;
না দেখার ভান করবে;
নিরব নির্বিকার আর কত রবে?
কাঁটা জমে স্তুপ হতে হতে
চলার পথ হবে বন্ধ;
মুছে যাবে সবানন্দ;
কষ্ট শব্দ কেন শোন কান পেতে?
দুঃখকে শক্তিতে রুপান্তর করে
কোটি হাত মিলিয়ে;
ব্যথা কাঁটা সরিয়ে;
ঝরে যাক যাক না সব ব্যথা ঝরে।
সুখেরা এলে মনটা যাবে ভরে
ফিরিয়ে আনবে বিজয়;
কখনো না হয় এর ক্ষয়;
এ বিজয় টিকিয়ে রাখবে শক্ত করে।
কল্যাণপুর, ঢাকা।
১৫.০৫.২০২২