পড়ন্ত বিকেলে
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
লেখা : ১৮.০৯.২০২১
আনন্দে উচ্ছ্বাসে ভরা ছিল
পড়ন্ত বিকেল,
একে একে সবার উপস্থিতি
বাড়ালো উদ্বেল।
মুখরোচক নানাস্বাদের প্রসাদ
ছিল অন্যরকম,
কবিতা পাঠ ছিল আনন্দময়
বাড়তি চমক।
মন খোলা হাস্যরস ছিল
খুবই মিষ্টি মধুর,
ছাদের উন্মুক্ত সৌন্দর্য ছিল
মুগ্ধতায় ভরপুর।