পরিবর্তন

পরিবর্তন যাদের দ্বারা হবে তারা
বুঝতেই পারছে না কিভাবে সম্ভব!
চরিত্রবান না হলে তা সম্ভব নয়,
কামনা বাসনা থেকে নিজেকে ফিরাবে।
অহিংস ভালোবাসা হতে হবে তবে
সাহসী বিপ্লবী যারা উদ্যমী সুষম
হয়ে সাহস যোগাবে সমর্থকদের
হাতে রেখে হাত ঐক্য যা যাবে না ছিঁড়ে।
চেয়ে আছে জাতি আজ হতাশ হৃদয়ে
নির্মমমতার কবে হবে অবসান?
নির্যাতন নিপীড়ন নারী অপমান
কিংবা অন্যায্যতার হইবে বিনাশ।
জাগো, প্রাণপণ লড়ো প্রেমানুভূতিতে
দেশপ্রেমে বাড়ে মান শান্তি ও স্বস্তিতে।

কল্যাণপুর,ঢাকা।
১৫-ফেব্রুয়ারী-২০২৩
০২-ফাল্গুন-১৪২৯
২৩ রজব ১৪৪৪