পদ্মা সেতু
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
স্বদেশী টাকায় বিকশিত হলো
স্বপ্নের পদ্মা সেতু,
বিশ্ববাসী জানতে পারলো
বাঙ্গালী নয় ভীতু।
যুগান্তকারী এই পদ্মা সেতু হবে
উন্নয়নের মাইলফলক,
এগিয়ে যাবে ছড়িয়ে আলো
সরিয়ে সব গোলক!
যোগাযোগ ব্যবস্থা সহজ হলো
উত্তর বুক জুড়ে,
আরো কাছাকাছি নিকটতর
রবে না কেউ দূরে।
পদ্মা সেতু ভালোবাসার
অমৃত স্বপ্ন স্বাদ,
হৃদয় জুড়ে অঙ্কিত রবে
মিটিয়ে মনের সাধ।
হাজার কোটির পদ্মা সেতু
কেউ করো না ক্ষতি,
দেশের সম্পদ রক্ষা করা
দায়িত্ব রয়েছে অতি!
ঝলক দিয়ে গড়ে উঠা
সবার প্রিয় সেতু,
শুকরিয়া জানাই আল্লাহতা’লার
বাংলাদেশ জয়তু।
কল্যাণপুর,ঢাকা।
২৯.০৬.২২