পঞ্চাশ জনের এক কাফেলা নেই কোন ঝামেলা
আনন্দের ঢেউয়ে ছুটিয়ে চলে মনের ঘরে নয় তালা।
ফিন্যান্সের সব কলিগেরা সবাই যেন উজ্জল তারা
গড়ে তোলে ভালোবাসার বিস্তৃত এক বসুন্ধরা।
সবাই যেন সবার সাথে গলায় গলায় ভাব
সৌভ্রাতৃতের¡ বন্ধন আছে দূর হয়ে যায় অভাব।
মিষ্টি হাসির মিলন আছে সুখানুভূতি সুখের মাঝে
মনের মাধুরী মিশিয়ে তারা ব্যস্ত থাকে কর্তব্য কাজে।
পিকনিকের এই আয়োজনে যাবে সবাই বান্দরবনে
উম্মাদনার উর্মীমালায় ঢেউ খেলে যায় মনে প্রাণে।
সাইরো রিসোর্ট খুব সাজানো সুন্দর এবং মনমাতানো
সবুজ প্রকৃতি প্রশান্তিতে ভরিয়ে দেয় তাক্ লাগানো।
পিকনিক গাড়ি ছুটবে সতেজ কক্সবাজারের বীচ
ভিজিয়ে নিবে সবার শরীর সাগর জলের নীচ।
ক্যামরার ঝলক ঝলসে উঠবে ছবি তোলার হিড়িক
গ্রুপ ছবি একক ছবি তোলার আনন্দটা হৃদয়কে চিড়িক।
কল্যাণপুর, ঢাকা।
২৪.১১.২০২১