ঘন ঘন মিটিং আর বার বার আলোচনা
পিকনিকের দিন তারিখ হয় গনণা;
সবার মনে যে, কত জল্পনা কল্পনা;
কোথাও যেন না ঘটে কোনো বিড়ম্বনা।
নিরাপদ সফর, সুস্থ্য ভাবে হোক যাওয়া,
কোথায় কিভাবে হবে নাওয়া ও খাওয়া;
এসব নিয়েই আলোচনা সঠিক তথ্য নেওয়া;
আয়োজনে ঘাটতি না থাকে, শুধুই আনন্দ দেওয়া।
ম্যানেজম্যান্টে যারা আছে তাদের ক্লান্তির নেই শেষ
সবাইকে আনন্দ দেওয়াই যাদের এত কোশেশ!
এই চেষ্টা সাধনায় তারাও পেতে থাকে অনন্ত সুখ বিশেষ
সবার পক্ষ থেকে আয়োজকদের জানাই শুভেচ্ছা অশেষ।
প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়া পরমানন্দ;
মনের দীপ্তিকে ছড়িয়ে দেয়াই সুখানন্দ;
সবাই ছুটে চলে চিত্তানুরাগে অদম্য ছুটন্ত;
ভালোবাসার হাতছানি আছে অপার অফুরন্ত;
সবার মাঝে বিলিয়ে দেয়া একটুখানী প্রীতি,
আজীবন মনেতে অঙ্কুরিত হবে সেই স্মৃতি।
স্মৃতিরা স্বচ্ছ আয়নার মতো বিকশিত হয় ঝলকিত অপার,
কল্পনায় এঁকে যায় একেকটি পিকনিক হোক আনন্দের মিনার।

কল্যাণপুর, ঢাকা।
০১.১২.২০২১