শোর উঠেছে শোর উঠেছে
পিকনিকে যাওয়ার শোর,
এই শোরে কেটে গেছে
সব অবসাদ ঘোর।
অপেক্ষাতে খুলবে কখন
পিকনিক বাসের দোর,
টানটান উত্তেজনা কখন হবে
সাইরো রিসোর্টে ভোর।
পলো গেঞ্জি গতরে দিয়ে
সাথে একটি জ্যাকেট,
আপ্যায়নে থাকবে নানা রঙ্গের
ফ্রুটস এবং প্যাকেট।
স্যারেরা সবাই মিলেমিশে
দিতেছে আনন্দ,
সৌরভে সুরভিত হলো প্রাণ
ভুলিয়ে দ্বিধা দ্বন্দ্ব।
প্রকৃতির ঐ মিলন মেলায়
মন চলে যায় আগে,
মিলিত হবো দলে বলে
বান্দরবনের বাগে।
নয়ানাভিরাম দৃশ্য দেখে
প্রাণ জুড়াবে সবার,
মাতৃভূমি বাংলাদেশের
অতুল তার বাহার।
কল্যাণপুর, ঢাকা।
২১-১১-২০২১
বিশেষ দ্রষ্টব্য: আমাদের ফিন্যান্স ডিপার্টম্যান্ট থেকে আগামী ০৭-১২-২০২১ তারিখে
বান্দরবন সাইরো রিসোর্টে পিকনিকে যাবে, তাই লেখাটি লেখা।