ফুলের সুবাস
ওদের দাম্ভিকতার করতে হবে চুরমার
ঠিক কাঁচের মত যেন জোড়া না লাগে
ওদের মনোভাবের বিপরীতে গড়ো
দুর্বার গণজাগরণ কেউ পালাবার আগে।
তারা এত বেশী বেড়েছে থামাতে হবে
থামাতে হবে উগ্রতা অসহিষ্ণুতা এবং
মানবিকতার সব দরজা বন্ধ করে
দাম্ভিকতার অনলে পুড়ছে তারা যেমন।
অসহায়দের বাঁচাতে এগিয়ে যেতে হবে
এগুতে হবে মানবিক মূল্যবোধ জাগাতে
জঠর জ্বালার আগুন নিভাতে আরো
তীব্র গতিতে এগুতে হবে হে দেশপ্রেমিক।
বদলে যেতে হবে বদলে দিতে হবে
উসওয়ায়ে হাসানার চূড়ান্ত অনুসরণে
আকাশ হতে অবারিত হবে দয়ার
যখনই খুশি হবে ঐ আকাশের মালিক।
জমিন শাসন হোক তাঁরই বিধান নিয়মে
অধিবাসিরা ন্যায় ইনসাফে করবে বসবাস
হিংসা দম্ভ ক্লেদ মুছে যাবে চির তরে
ছড়াবে দিকদিগন্তে প্রস্ফুটিত ফুলের সুবাস।
কল্যাণপুর, ঢাকা।
১২ অক্টোবর ২০২২
১৫ রবিউল আউয়াল ১৪৪৪
২৭ আশ্বিন ১৪২৯