ফুল ছিলো
আমার একটা ফুল ছিলো
ফুলের অনেক ঘ্রাণ ছিলো
সবাই ফুলের ঘ্রাণ নিলো
মন কাননে বাঁধলো আপন ঘর
জীবনখানা সফল করতে
খুশি দিলে খাঁটিটুকু ধর।
মায়ায় ভরা জন ছিলো
জনে ধনে মান ছিলো
স্নিগ্ধ মধুর প্রাণ ছিলো
ছিলো না কেউ স্বার্থপর
অতি আরো কাছে এসে
প্রেমের ঘরে ভর।
সব কিছুতে সুখ ছিলো
দুঃখটাকে ভুল ছিলো
মনে মনে মিল ছিলো
কেউ কারো নয়কো পর
সত্য যাহা খুঁজ ছিলো
ন্যায় নীতিতে বুঝ ছিলো
আপন বাড়ি ফির ছিলো
মরণ আসার পর।
কল্যাণপুর, ঢাকা।
২৪ সেপ্টেম্বর ২০২৩
০৯ আশ্বিন ১৪৩০
০৮ রবিউল আউয়াল ১৪৪৫