ট্রায়োলেট(পাখি)


লম্বা একটি পাখি ডানা মেলে উড়ে খুলে দু’টি আঁখি
মন কাড়িয়ে কাছে এসে মিষ্টি সুরে করে ডাকাডাকি।
নরম পেখমে হাত বুলিয়ে আদর করে হৃদয়ে রাখি
লম্বা একটি পাখি ডানা মেলে উড়ে খুলে দু’টি আঁখি।
তার প্রেমে হারিয়ে গিয়ে তার সাথে করি মাখামাখি
মনমাতানো শাঁখে বৃক্ষ তলে যেয়ে মিষ্টি ছবি আঁকি।
লম্বা একটি পাখি ডানা মেলে উড়ে খুলে দু’টি আঁখি
মন কাড়িয়ে কাছে এসে মিষ্টি সুরে করে ডাকাডাকি।

কল্যাণপুর, ঢাকা।
২৬.০৭.২০২২