অভাবী
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
০৭.০১.২০২২
(হাদীসের ভাবানুবাদ)
প্রশ্ন করে জানতে চান নবী সা.
সাহাবীদের কাছে,
বলতে পারো ও সাহাবীরা
অভাবী বলো কাকে?
অর্থ কড়ি সম্পদ রাজি দেখি
নেই যার কাছে,
এতিম অসহায় পঙ্গু হয় যারা
অভাবী বলি তাকে।
নেকের পাহাড় নিয়ে গেল
সেই হাশরের মাঠে,
পাপের বোঝাও বহন করে
নিয়ে গেল সেই সাথে।
ন্যায় নীতিতে যতি টেনে অন্যায়
যারা করলো জারি,
তবে, শেষ হবে না কোনো দিনও
তাদের আহাজারি।
জোর করে জমি দখল নানা হত্যাকান্ড
আরো করে প্রতারণা দুর্নীতি,
গালি দিয়ে মারে কিল ঘুষি চড় থাপ্পড়
দেখায় অহংবোধের প্রীতি।
পাপের এই ঋণ শোধ করিতেই
নেক হলো তার শেষ,
তাদের পাপও ঘাড়ে নিতেই
হয়ে গেছে নিঃশেষ।
কঠিন দিনের বিভীষিকাময়ে
অভাবী হলো তারা,
তাওবা নামক সেরা কাজটিও
করে গেল না যারা।
বলি শোনো শপথ করো এবার
নয় কোনো আর পাপ,
রাহমানুর রাহীম করে দিবেন
সব অপরাধ মাফ।
মনসুরাবাদ, ঢাকা।
লেখা: ১৯.১১.২০২১