অসংগতি

রাত্রি কাটে পাপের ভারে
নেত্রে নেই ঘুম,
ডিজিটাল ডিভাইস ভুজে
বন্ধ রাখে রুম।

পরিবারের সব সদস্যরা
গভীর নীদে যখন,
সুবিধাবাদী সদস্য যারা
সুযোগ নেয় তখন।

নানা এ্যাপে নানা রকম
দৃশ্য দেখে দেখে,
সাদা মনটা কালো করে
ভালো পাশে রেখে।

ভালোটাও সামনে ভাসে
সুরে সুরে গান,
হামদ না’ত কুরআন পাঠ
স্নিগ্ধ জ্যোতিষ্মান।

একটু বলি শুনো সবে
মন্দ দূরে রাখো,
স্রষ্টার প্রেমে ডুব দিয়ে
নফসটা ছাঁকো।

রাতে সজাগ যদিও থাকো
পবিত্র হয়ে নাও,
সালাত পড়ে দোয়া করো
এবং ক্ষমা চাও।

সহীহ মনে ফিরে আসো
পাপ হতে মাফ,
তাঁর ভালোবাসা পেয়ে
চিত্ত রবে সাফ।

অপরাধ কিছু হয় তবে
তারই সম কাজ,
সাদৃশ্যতা ফিরে পাবে
সাজবে নব সাজ।

কল্যাণপুর,ঢাকা।
১৫-ফেব্রুয়ারী-২০২৩
০২-ফাল্গুন-১৪২৯
২৩ রজব ১৪৪৪