শাস্তি দেয়া তোমার ইচ্ছা
নাজাত শুধু চাই
তোমার দয়া আরো ব্যাপক
তাইতো দয়া চাই।
শাস্তি থেকেও তোমার দয়ার
সীমা রেখা নাই
দয়াল মালিক আশায় থাকি
পেতে গো রেহাই।
অনুভবে অনুরণে কাঁপে
মনের মাঝে ভয়
হৃদকম্পে শিহরণ আসে
পাপের হোক ক্ষয়।
পাপে পড়ে মরিচীকা মনে
করলে তোমায় স্মরণ
দূর করে দাও সব মরিচা
পবিত্র হোক বরণ।
প্রেম চাদরে নাওগো মুড়ে
প্রিয় করে তোমার
তোমার দয়ার পরশ দিয়ে
করিও দু'জাহান পার।
মরণ কালে তোমার স্মরণ
দিওগো মোরে শক্তি
সারা জনম করতে পারি
কেবলই তোমায় ভক্তি।
ঈমান যখন দিয়েছ প্রভু
বক্র পথে নিও না
অবিচলতা দাওগো মনে
আর কিছু দিও না।