অসাম্প্রদায়িক
পরিচয়টা দাও সাহসের সাথে
তুমি অসাম্প্রদায়িক,
তাহলে, ব্যবহারে হতে হবে
সুন্দর অমায়িক।
অসাম্প্রদায়িক হয় না কোনো
নিষ্ঠুর নির্মম কঠিন,
দয়া মায়ার চাদরে মোড়ানো
থাকে তার মনোজমিন।
সকল ভাল চিন্তাকে যারা করে
এক কাতারে শামিল,
উইলো ওক বিটপীর মতো
থাকে একদম মিল।
সৎ জন সবুজ কোমল তরু
ডানে বামে দোলে,
বৈষম্য করে না কারো সাথে
এঁটে রাখে কোলে।
অহিংস মনোভাবে ভালোবাসা
বিলায় অকাতরে,
জাত পাত বিবেচনা করে না
বাঁধে প্রীতিডোরে।
সকল সম্প্রদায় যেই আশ্রয়ে
খোঁজে পায় শান্তনা,
ইসলাম হলো সেই আশ্রয়ণ
কারো জন্য নয় মানা।
সবাই তো একই স্রষ্টা থেকে
কেন রবে ভেদাভেদ?
স্রষ্টাকে মানতে কেন অনীহা
দানে করেনা প্রভেদ।
অহীর আলোকে চলবে সবে
সেটাই আসল কথা,
তুমিই তবে অসাম্প্রদায়িক
পথ নেই অন্য কোথা।
সকল চেতনাকে সম্মান করে
নিয়মটি যখন সমমনা,
শুধু আল্লাহর বিরুদ্ধাচারী যে
তারেই করা হয় ঘৃণা।
কল্যাণপুর, ঢাকা।
১৮ সফর ১৪৪৪
১৫ সেপ্টেম্বর ২০২২
৩১ ভাদ্র ১৪২৯