অর্থই অনর্থের মূল
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

অর্থ পাহাড় গড়ে তোলার
চেষ্টা করে যারা,
লোভ লালসায় আত্মভোলা
দিগ্বিদিকে হারা।

ভাবছে বসে আপন মনে
কেউ রাখে না খোঁজ!
কাঁধে  তার দুই জন লেখক
বসে আছে রোজ।

সবই দেখে লিখছে সবই
ভাল কি মন্দ,
না বুঝিয়া কামাই করে ধন
কত না আনন্দ!

সৎ অসৎ উভয় ভাবে করে
কামাই রুজি কত
নিজেও খায় অপরকেও দেয়
দিন রাত অবিরত।

পাপের পথে যতই আসে
আঙ্গুলের ফাঁকে,
সসীম পথে অসীমে তাই
সুখ মিলেনা তাতে

হায়রে মানুষ আর কত নিবে
অর্থ ব্যথার শূল!
সবাই জানে প্রবাদও আছে
অর্থই অনর্থের মূল।

মনসুরাবাদ, ঢাকা
০৩/০৩/২০২৩